নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বৃষ্টি যাপন- জয়দীপ রায়

 


বৃষ্টি যাপন

জয়দীপ রায়


আমি বরাবরই একটু ভিজতে ভালোবাসি

বৃষ্টি দেখলে নিজেকে সামলানো ভার

মনের ভিতর জমতে থাকা ছটফটানি টা

বেরিয়ে আসে আলাদিনের দৈতের মতো,

মনে হয় এ যেন প্রথমবার বৃষ্টিতে ভিজছি।

বৃষ্টি আমার কাছে প্রেমিকার মতো

বৃষ্টি মানেই ছন্নছাড়া, খেয়ালখুশি ভাবনা।

বৃষ্টি মানেই গোসাঘর ছেড়ে 

হাতটা ধরে বেরিয়ে পড়া।

বৃষ্টি মানেই রাগ অভিমানের যোগ বিয়োগ ভুলে,

জাপটে জড়িয়ে ধরা।

বৃষ্টি মানেই অভিমানের স্তর ভেঙে

অজস্র কান্নার স্রোত, 

আজ ভিজুক শহর

ভিজবো আমি

ভিজবে তুমি,

ভিজবে ডাকবাক্সে পড়ে থাকা 

মেঘপিওনের চিঠি।

ইতি, ভালো থেকো বৃষ্টি।

                       

৪টি মন্তব্য:

  1. অনবদ্য একটি কবিতা লিখেছে কবি ।এই কবিতায কবি ভালোবাসার যে এক সুন্দর অনুভূতি বৃষ্টি মধ্যে তুলে ধরেছেন

    উত্তরমুছুন