ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

| স্বপ্নভঙ্গ |
_____________সুদীপ্ত সেন (ডট.পেন)

আমারও ছিল বয়স অল্প থাকা
নির্ভীক হয়ে পথঘাট পার হতাম
বাবার হাতেই তাধিন-নাধিন করে
প্রতিদিন ব্যাগে স্কুল ফিরে যেতাম।

আমারও কিন্তু বন্ধু ছিল অনেক
মন খারাপে মেঘের কথা শুনি
আমারও কিন্তু সাইকেল চালা হতো
রাতের আঁধারে সপ্তষী গুলো গুনি।

আমারও কিন্তু স্কুল ছুটি গুলো
তোমার মতোই পার্কে কেটে যায়
হাট তলাতে রথের মেলা হলে
লাল বেলুনটাই আমার কিন্তু চাই।

কোথায় গেল ওসব কিছু এক নিমিষে
আর আমায় ডাকছে না তো কেউ
মাধ্যমিক তো এখনও দেওয়া হয়নি
শূন্য আজকে জানালার কাছে তেও।

ফুরিয়ে গেছে, শুধাতে গেলাম যখন
সপাটে একটা উত্তর আর নয়,তোমার বিয়ে
বইপত্র গুছিয়ে রাখা হয়েছে
বসলাম আমি মায়ের কাছে গিয়ে।

মাধ্যমিক আমার দেওয়া হয়নি আজও
সেদিন যখন বোনের ফোন এলো
বোনের সাথে এমন করোনা যেন
মাকে বললাম বাবাকে এবার বোলো!

২টি মন্তব্য: