নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ১১ জুন, ২০১৮

সন্ধ্যা রাগ
---+++---
শ্রী আশীষ ।
বলাকার পাখা হতে ঝরা অনাবিল আনন্দ
সবুজের হিন্দোলে কম্পিত মেঘের ওড়নায়
সন্ধ্যা রাগ মিশে যায়
আমার হিয়ার ঝর্ণায় ।
মন ঊতল সুর দেয়
পাগল ভালো বাসা ,
দ্বিগ্বালিকার চপল নূপুর
উন্মনা প্রতিধ্বনি ,
বিমূঢ় বিহ্বল সুরসপ্তকের
বিমূর্ত মূর্চ্ছনা শুনি ।
(০৪-০২-০৫ এ অপ্রকাশিত লেখা )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন