৯) রবীন্দ্রনাথ,অস্তিত্বের আর এক নাম
কৃষ্ণেন্দু দাসঠাকুর
রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ
আমার প্রতিটি ক্রোমোজমের মধ্যে তুমি
তোমাকে জড়িয়েই কম্পাস ঘুরিয়ে দিয়েছি
শিশির মোমে মাখামাখি রাতে
কত দিন তোমাকেই পাঠ করতে করতে---
বুড়ো আঙুল মাটিতে বসিয়েছি
ভালোবাসার খোঁজে পাগলের মতো যখন চুল ছিঁড়েছি,তখন প্রতিটি চুলে জড়িয়ে ছিল রবীন্দ্রনাথ
ভীষণ গতিতে ছুটে যাওয়া আঁকা বাঁকা রাস্তা যখন আমায় বারবার ছুড়ে দিয়েছে ফুটপাতে
তোমাকেই নিবিড় আশ্লেষে ধরেছি।আজও ধরি
রবীন্দ্রনাথ--আমার ঘামে ভেজা শার্ট
রবীন্দ্রনাথ শুধু দু'দিনের কিছু ফুল আর ধূপদানীর নয়
মাইক্রোফোন আর স্টেজের নই
কোনো সোনালী চার দাগের রবীন্দ্রনাথ নই।
বালতির রঙের বা কালচে ধর্মের কচকচানির নই
দড়ি টানাটানির বাচ্ছাদের খেলা বন্ধ হোক
রবীন্দ্রনাথ আকাশের থেকেও বড়ো আকাশ
যে আকাশের নীচে মিটিমিটি চাওয়া যাই
কৃষ্ণচূড়া-রঙ গাঁয়ে মেখে চোখ বন্ধ করা যাই
মাথার উপর থেকে যায় গীতা নই গীতাঞ্জলী।
----------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন