নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮



৮) রবীন্দ্র-নজরুল' ময়
              পাখি পাল

আজও তোমরা মিশে আছো
জীবনের প্রতিটা পরতে পরতে..
আবেগ,আন্দোলন,শঙ্কা,সংকোচ
প্রকাশ শৈলীর নিখুঁত আমিতে..
সেই শিশুকালের আধো বুলি থেকে
আজকের fb, whatsapp status..
সর্বক্ষণের পথ চলায় রয়েছ পাশে
দিয়ে যাচ্ছ অভিভাবকত্বের আশ্বাস..
জীবন যখন খেই হারায়....
বিস্মিতভাবে খুঁজি ফেরার পথ..
তখনই স্মরণে আসে তোমাদের বাণী
ধ্বংসের মধ্যেই তো থাকে সৃষ্টি রথ..
অন্যায়,অবিচার, কুসংস্কার....যা
যুগে যুগে মানুষকে করেছে গ্রাস..
তা থেকে পরিত্রানের আভাষ দেয়
ধূমকেতু'র....'প্রলয়োল্লাস'....
জীবন যতই হোক না জটিল
থাকনা যতই ওঠা-পড়া ....
জীবনের এই সত্যগুলো সহজে বুঝিয়ে দেয়
ভানুসিংহের  'বোঝাপড়া'....।।
           --------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন