ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮



১০) _______অম্লান
                          সুনন্দ মন্ডল

রবি যখন মধ্য আকাশ, মুক্ত বিহগ ঠোঁট
নজরুল তখন সেই আকাশের বুকে ভ্রাম্যমাণ।
ছন্দ সুরে মগজ ঠাসা, মজলিশ পূর্ন চমক
রবির জামা উড়ছে দেখি, নজরুল তখনও দুঃখী।

বিশ্ব মায়ের চরণ তলে রবি-দুখুর স্থান
একজন জ্ঞানের পূজারী, প্রান্ত চষা চাষী।
চোখের জলে রাতের গল্প লেখে অন্যজন
দিন লুকিয়ে উপোষী পেটে বাঁধে গান।

রবি, দিকনা যতই গীতাঞ্জলি, গীতিমাল্য
পাশে পেয়েছি অগ্নিবীণা, ফনিমনসা।
সোনার তরী বয়ে গেছে একূল-ওকূল
তখন সাম্যবাদীর শিখর জুড়ে প্রতিবাদের ভিন্নতা।

প্রেমের বাতাস শিহরন জাগায় রবীন্দ্র সংগীত
নজরুল গীতিও কম যায়না পাশাপাশি।
যদিও দুজনে নদীর দুকূলে বাস ঢিবি
তবু চির ভাস্বর, একে অপরের স্মরণে অম্লান।
              ----------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন