ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ৬ জুন, ২০১৮

বিরামচিহ্ন
আকাশ সৎপতি

একই দোলাচল ছড়িয়ে যে
মুর্তিটি ভ্রাম্যমাণ ,
মুহূর্তের ব্যপ্তি ঘটিয়ে যে ফুল
দেবতার স্পর্শ পায়
নিঃশব্দ পুকুর পাড়ে
যে চিত্রকল্প গুলি স্থির দাঁড়িয়ে থাকে
যে মানুষ হঠাৎই বন্ধু হারায়
রাত্রি গ্রাস করে যে সব তারাগুলিকে
তারাই মুহূর্ত , প্রান্তসীমার পথিক
মাঝরাত , সেঁজুতি আর বিরামচিহ্ন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন