ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

প্রেমিক সত্তা

অন্তত কাল ধরে হেঁটে চলেছি
তোমাকে পাব বলে,
আমি ক্লান্ত,চলতে পারছিনা,তবুও হাঁটছি
আর তুমি ভাবছ সব ভুল,সব মিথ্যে
আমি আদেও আসেনি..

ধু-ধু মাঠ,গা ছমছমে অন্ধকার
রাতকানা পেঁচার মতো অন্ধ আমি আজ
চারিদিকে কি গাঢ়,জমাট কালো পৃথিবী
তবুও অন্ধকারে হাতড়ে চলেছি তোমার নীল চোখ
আর তুমি বলছো,আসলে আমায় তুমি খোঁজনি..

রাতদুপুরে গেয়ে চলেছি সপ্তমসুর,
ঝিঁঝিপোকার রি-রি শব্দে স্বরগ্রামের
আওয়াজ তুমি শুনতে পাওনি,
আর তুমি ভাবছ ,তোমার জন্য আমি গান গায়নি..

মেঘের মধ্যে মিশে গিয়ে
বজ্রের আকারে আকাশ,বাতাস কাঁপিয়ে
ডেকে চলেছি,
তুমি হয়তো খেয়াল করোনি,
আর তুমি ভাবছ,আমি তোমায় ডাকিনি..

তোমাকে ভালবেসে নীল সমুদ্রে ঝাঁপ দিয়ে,
তুলে এনেছি লক্ষ কোটি ঝিনুক
একটু দেরি হয়েছে বলে,
তুমি বলছো,আমি তোমায় ভালোবাসিনি..

ভালবেসে তোমার নীলনদ চোখের অতলে
সেই কবে ডুব দিয়েছি, তুমি তো জানো
আমি সাঁতার জানিনা,হাবুডুবু খাচ্ছি
তবুও তুমি টেনে তোলোনি..

তাই আজও আমার মৃত শরীর ভেসে যায়
জলের স্রোতে,,
তবুও কোনদিন তুমি পিছুডাক ডাকনি,
আর কোনদিন তুমি প্রেমিক সত্তা ও সাজনি..।।

@মধুমিতা নস্কর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন