ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮



৩) এক বৃন্তের ফুল
        জয়দীপ রায়

স্বপ্নের ফেরিওয়ালার দল
জিজ্ঞাস্যে বলেছিল
বৃন্ত মাঝে নাকি নয়ন আঁকা আছে
তবে নয়ন দেখি নাই
তবু রাখি দেখিয়াছি
মইদুলের হাতে
কাঁটাতারের বেড়া দেখিয়াছি,
বঙ্গাব্দের এক খোলা চিঠি
যমুনা হইতে
হাকিম সাহেব কেমন আইসে যমুনা
আমাগো কথা জিগায়?
কহনের লগ্যে
চিঠি আহে নাই
ঢিল ছুড়া দূরত্বের বাড়ি
আইজ দূর দেশ কহলায়
উনানের ধুয়া আসে
তেরঙ্গা বদলে গেছে ছোড়া
বৃন্তে দেখি তাই একটা ফুল
দুসরা ফোটে নাই ।
 --------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন