নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ৪ জুন, ২০১৮

অবহেলিত বনানী ।
অরূপ সরকার ।

উন্নয়ন চলছে ,মানুষের গতি দুর্বার হচ্ছে।
কিন্তু দেখেছ কী কেউ যে কাঁদছে।
দেখেছ কী তাদের চোখের জল,
আজ আর বৃষ্টি আসেনা ,
চেয়ে রয় সভ্যতা তার প্রতীক্ষায় ।
প্রতীক্ষার  অবসান ঘটেনা,
সভ্যতা আরও অথর্ব হয়,
তারা কেবল শুষ্ক বনানীর দিকে চেয়ে থাকে।
কখন আসবে  সজল বারি ধারা ?
কোথায় সে সভ্যতার সৃষ্টিকারের রা?
সভ্যতা শুনেছ যাদের আর্তনাদ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন