ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

অলিখিত প্রেম
---------------------
ঋতুপর্ণা ব‍্যানার্জী
০৭/০৬/১৮

ভোরের আকাশ ঋতুমতী হয়
পলাশের রঙ মেখে...
সাদা বেডশীটে লেগে থাকা
রক্তের ছাপ যেন!
হঠাৎ গ্রহণের গ্রাসে
নিমেষে উধাও লাল

সূর্য হারায় নীল অবেলায়
কোথাও বেজে ওঠে পুরোনো ক্ল‍্যারিওনেটের সুর
নীরবে চলে অন্তরালের ছোঁয়াছুঁয়ি খেলা

ছবিঘরে তাকিয়ে আছে আগুন চোখো এক নারী
আস্ত শ্রাবণ খুঁজে বেড়ায় প্রতিটি ঋতুতেই

পুরুষের তমোঃগুণ ধোঁয়া হয়ে ওঠে
যেন বা ডানকিল মরুভূমির ইথিওপিয়ান

একটা চিরকুট উড়ে আসে বেনামী নামের আগড়ে
অলিখিত কিছু প্রেম অজস্র কবিতা হয়ে ঝরে পড়ে
লেখা রয় হৃদকোষ চোঁয়ানো রক্তের শিরোনামে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন