ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ৯ জুন, ২০১৮

এক জ্যৈষ্ঠের সকাল

সকালটা আজ মেঘে ঢাকা। কেমন একটা ভ্যাপসা গরম। রোদের তাপটা নেই বলে সকাল সকাল ছাদে চলে এলাম। দেখি মেঘেরা আকাশ জুড়ে আধিপত্য বিস্তার করেছে। অনায়াস ছোটাছুটিতে রয়েছে মেতে। পাশের ছাদে কিছু পাখি কিচিরমিচির করছে। একটা কাক ও বসে কা কা ডাকছে। সকাল সকাল একটা একাকীত্বের ঘোরে চলে গেলাম। ছাদের রেলিং বরাবর হেঁটে কিছুক্ষন সকালিত হাওয়ার স্পর্শ নিলাম। যদিও ঠাণ্ডা নয় তবুও ভেতরের ভ্যাপসা গরমটা এখানে নেই। অনেকটা যেন মুক্তিরও স্বাদ। মেঘেদের দলকে ভেসে যেতে দেখে মনে হল- মেঘেরা মুক্ত, অবাধ তাদের গতি। কত সহজেই তারা আকাশে উড়তে পারে, পাহাড় নদী সমতল কতকিছু অনায়াসে অতিক্রম করে।
একটু একটু করে রোদের ছোঁয়া পড়তে লাগল মেঘেদের গায়ে। কালো মেঘের গায়ে রোদের সোনা রঙ মনটাকে আরও ভাল করে দিল। আকাশে যেন এক একটি উপত্যকা তৈরি হচ্ছে। মেঘেদের সরিয়ে এবার রোদ উঁকি দিতে লাগল। জ্যৈষ্ঠের রোদে বেশিক্ষণ থাকা যাবে না। তাকিয়ে দেখি পাখিগুলোও উড়ে পাশের আমগাছটিতে বসল। ভাবলুম শুধু আমি নয়, সমস্ত জীবই আমার মতো করে ভাবে, শুধু প্রকাশের মাধ্যমটা পৃথক।


★মৌসুমি ভৌমিকের সম্মান ও পুরস্কার
---নক্ষত্রাণি সম্মান
যূথিকা সাহিত্য পুরস্কার

★একক কাব্যগ্রন্থ - যাপন


             

বই পেতে যোগাযোগ করুন :-https://goo.gl/ivub8T

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন