৭) রবীন্দ্র-নজরুল
সুজান মিঠি
রাত টা চোখে নেমেছে আগেই তবু জ্যোৎস্না দেখি।
সূর্য টা মুখ ফিরিয়েছে কবেই তবু উত্তাপ মাখি।
রাত গুলোকে আগলে রাখি বুকে থাকি সূর্য চাঁদে,
একলা বাউল ভোর ডেকে যায় খঞ্জনীতে কৃষ্ণ রাধে।
একটা সূর্য রোজই আসে আমার বিছনায় বসে
তারা গুলোও উল্কা হয় চোখে আমার খসে।
একটা খাটে পাশাপশি আমি, রবি, নজরুল,
বোবা চোখেও সুবাস ফোটায় গন্ধ রাজের ফুল।
অন্ধ চোখের হাতে বুকে দুইয়ের ছোঁয়া আঁকা
রবি নজরুল ছটায় চোখে সূর্য চন্দ্র মাখা।
রাত গুলোকে দিন করে যায় আমার কবি দুই
একলা দিনের অন্ধ ঘরে তাদের চরণ ছুঁই।
আমার বুকের সব কুঠুরি রবি-রুলে ঠাসা
রক্ত স্নায়ু আঁকড়ে আছে সাম্য-প্রভাত ভাষা।
শেষের দিনেও থেকো তবে শেষ যাত্রার গানে,
সেটাই হবে ‘হরিবোল’ মৃত আমার প্রাণে।
---------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন