নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শুক্রবার, ২৯ জুন, ২০১৮

-: স্মৃতি বিলাসী :-
রঙিন বিবর্ণ হিসাব খাতায় জমে আছে আজও উন্মাদনার ধূলোরাশি, আছে কিছু তবুও নিহত বাক্ বিরুদ্ধ অব্যাক্ত আনন্দ বিনাসী,
কর্দমাক্ত পথে একাকী ফেলে লুকিয়েছিলে তুমি বাস্তব অরন্য কুটিরে, আমি নিত্যদিন ছিলাম তোমারিতো পথ চেয়ে, আমি নিরাকার, আশার ছলনায় হাড়িয়েছি আপন প্রাণ, খুঁজছি আপ্রাণ, ডেকেছি বারংবার কিন্তু তুমি আর দিলেনা সাড়া।
আমার উৎকন্ঠার রাতে এখোনো হিম্ পড়ে, বাড়ে আঁখিদ্বারে জলস্ফিতির ধারা যখনি দৃষ্যমান হয় তোমার নয়নতারা ।
                 - অলক দেবনাথ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন