ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ৯ জুন, ২০১৮

মৃত্যুঞ্জয়ী মাঝি
#সুকান্ত_পাল
.
ক্লান্ত শরীরে মেঘ জমেছে, -- শ্যাওলা জমেছে মনে,
বৃদ্ধা নদীরে বান ডেকেছে, -- যৌবন জোয়ারের টানে!
ফাগুন বনেতে রঙ লেগেছে, -- মোরগ ফুলের-ই মতো,
আপন মনেতে মাঝি পুষেছে, -- ছিন্ন খঞ্জনার ক্ষত!
.
নৌকা তখনও মাঝ দরিয়ায় -- অথৈ সাগরের জলে,
যাত্রী এখনও কূল কিনারায় -- রাত্রি গিয়েছে গলে!
এপার শুধু-ই স্থূল ভরসায়,-- ওপার মিলবে বলে,
ওপার ধু-ধু-ই বালু কণিকায়, -- স্বর্ণ শিখারা জ্বলে!
.
বৈরী বাতাসে পাল তুলেছে, -- দাঁড় কষেছে খেয়া!
শৌরি আকাশে চাঁদ উঠেছে, -- মন জুড়িয়ে কেয়া!
প্রাণ ভরিয়ে গান ধরেছে, -- দূর পাহাড়ের টিয়া!
স্নেহ কুড়িয়ে মাঝি চলেছে -- বৈঠা হাতে-ই নিয়া!
.
জীবন মরণের এই পারাবার -- গোলক ভূলোকে ধাঁধা,
শাসন বারণের ওই কারাগার -- অলীক অসীমে বাঁধা!
এই স্রোতস্বিনী, স্রোত হারাবার -- ভয় পুষেছে মনে!
মৃত্যু মিছিলে পা মাড়াবার, -- স্বাদ জেগেছে প্রাণে!


★ চলুন জেনে নিই উনি কে

জন্মস্থান - ধানশিমলা স্টেশন, ধানশিমলা, সোনামুখী, বাঁকুড়া,

শিক্ষাগত যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ার ( বি.ই )

একক কাব্যগ্রন্থ - ১ হৃদয় বীণা,  ২ অনুভবের অনুভূতি!

যৌথ কাব্য সংকলন - ১ প্রথম অস্ত্র, ২ সরিষা, ৩ সৃষ্টি, ৪ প্রেমের ইতিকথা ৫ অচেনা ঘ্রাণ, ৬ প্রেম পর্ব, ৭ পরীর দেশে, ৮ কালো পূর্ণিমা

পত্রিকা -- দেশ, মাসিক কৃত্তিবাস, সন্দেশ, সংবাদ, উত্তরের সারাদিন, অনন্দবাজার, সাপ্তাহিক বর্তমান, কবি মশাই, আয়ুধ সাহিত্য পত্রিকা, শব্দায়ন, আলো, অন্তহীন সাহিত্য পত্রিকা, সহ বহু ছোটো বড় পত্রিকা,

পুরস্কার -- বিজ্ঞান মঞ্চ সাহিত্য পুরস্কার, সৃজনী সাহিত্য পুরস্কার, নক্ষাত্রাণি কবিতা কোলাজ বরেণ্য সম্মান, সহ কিছু ঘরোয়া সম্মান!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন