দুটি কবিতার সংকলন ( একসাথে লেখা)
|♦গলা বরফের হৃৎপিন্ড♦|
---_-------_------_------_------_----
১.)
আলস্যতা
-----------------ডট.পেন
নিছকি ভাবনার একটা পথ
তৎক্ষণাৎ এলোমেলো হয়ে যাওয়া
কিছু খাতার পাতা আর আমার পেনগুলো
নিদারুণ বিছানায় একটা আলস্যতার রেশ
কি জানি কি হলো, আমার মুঠোফোনে তোমার
ম্যাসেজ।
অনেক দিন পর তাই এত এলোমেলো আর আলস্যতার ভিড়
আর সেই ভিড় সরিয়ে তোমার দিকে চাওয়া
উমম্ না'তো ছবি কোথায়, অন্যকারোর ছবি
ম্যাসেজ ঘেঁটে দেখা গেল অনেক আগে কথা বলেছিলাম।
মাঝখানটা শূন্যের মতো আর বাকিটা ইতিহাস
যেখানে হাতরে খোঁজা হবে মাপকাঠি আর কতগুলো পুরনো স্মৃতি তৈরী করা হবে আর তারই প্রস্তুতি মাত্র।
এরমাঝে আবার একটা মাঝখান, যেখানে
আমরা হাতরাব একটা নতুন কিছু
নাম দেব ঝিনুকমালা!!
তুমি রাজি তো ?
----/---/---/---
ঝিনুকমালা
------------@মধুমিতা নস্কর
ভাবনা গুলো অবাধ্য আজ
উষ্ণ প্রেমের ছোঁয়া,
কল্পলোকে হাত বুলিয়ে
তোকেই খুঁজে আনা..
অল্পচেনা তোকেই আঁকি
রামধনুর ঐ রঙে,
তুইও রাখিস হাতটা মাথায়
ভালবাসার ঢঙে..
অকুল দরিয়ার মাঝে তুই
নৌকা হয়ে থাকিস,
দাঁড় হারিয়ে,পাল উড়িয়ে
অতল সমুদ্র তোর বুকের ভিতর রাখিস..
মুক্ত ভেবে ঝিনুক যদি হরণ করে আমায়
উদ্ধার করে লুকিয়ে রাখিস তোর মনপিঞ্জরের খাঁচায়,
ঝিনুকমালা নামটি দিয়ে বাঁধিস গোপন প্রেমের লাজে
থাকব আমি সারাজীবন তোর মগ্ন হৃদয় মাঝে..।।
♦♦♦♦♦
২.)
| তুমি যাওয়ার পর |
-------------------ডট.পেন
উঠে গেলে তুমি, উঠে তো যেতেই.. ভোর হতে বাকি ছিল
তুমি গল্পের মতো এলে, এসেছিলে তো, আঁচ পেয়েছিল পিলো।
কত কথা হলো রাত জেগে জেগে সারা,
চোখ ভুলে গেছে ঘুমপথ গুলো, জেগে জেগে থাকে তারা।
তুমি বলেছিলে কিছু কথা কানে, কিছুবা সরিয়ে নিলে
আদতে আমরা আঙুল ছুঁয়েছি তুমি-আমিতে মিলে।
থেকে গেছে সেই ঘাম মিশে যাওয়া গন্ধ তোমার চুলের
বালিশ বুঝেও করেনি নালিশ শেষ মিনিটের ভুলের!
সব মুছে যাবে ভোরে আলো এলে, যতটুকু যা ছিল
আঁশটে গন্ধ হিসেব চাইছে ভেজা প্রতিশ্রুতি গুলোর!!
------/-----/------
আলোকলতা
------------@ মধুমিতা নস্কর
আমার বুকের ভিতর আলোকলতার ছোট্ট কুঁড়ি,
তোমার বুকের ভিতর প্রেম সোহাগী বৃষ্টি..
আমার বুকের ভিতর বাড়ছে দেখো আলোকলতা,
তুমি খবর পেয়ে বলছো আমায় মিষ্টি কথা..
আমার বুকের ভিতর সুগন্ধ জমছে দেখো বিশ্বাসে,
তুমি হৃদয় দ্বারে ঘ্রাণ পাচ্ছ তোমার প্রতি নিশ্বাসে..
আলোকলতা দ্বীপ্তি ছড়ায় আমার বুকের ভিতর,
তোমার ঘুপচি মনে আলোকচ্ছটা করছে অবলোকন..
আলোছায়ায় আলোকলতা আজকে আলেয়া,
মধ্যরাতে মতিভ্রমে কুড়িয়ে আনে আসশেওড়া..
আমার মনের ভিতর আলোকলতা করছে খুনসুটি,
তোমার মনের মাঝে পড়ছে ঝরে স্বর্ণ হয়ে বেলি..
আলোকলতা বাড়তে থাকুক নিত্য নিয়ম করে,
তোমার আমার মিলন ঘটুক আলোকসজ্জা পরে..।।
|♦গলা বরফের হৃৎপিন্ড♦|
---_-------_------_------_------_----
১.)
আলস্যতা
-----------------ডট.পেন
নিছকি ভাবনার একটা পথ
তৎক্ষণাৎ এলোমেলো হয়ে যাওয়া
কিছু খাতার পাতা আর আমার পেনগুলো
নিদারুণ বিছানায় একটা আলস্যতার রেশ
কি জানি কি হলো, আমার মুঠোফোনে তোমার
ম্যাসেজ।
অনেক দিন পর তাই এত এলোমেলো আর আলস্যতার ভিড়
আর সেই ভিড় সরিয়ে তোমার দিকে চাওয়া
উমম্ না'তো ছবি কোথায়, অন্যকারোর ছবি
ম্যাসেজ ঘেঁটে দেখা গেল অনেক আগে কথা বলেছিলাম।
মাঝখানটা শূন্যের মতো আর বাকিটা ইতিহাস
যেখানে হাতরে খোঁজা হবে মাপকাঠি আর কতগুলো পুরনো স্মৃতি তৈরী করা হবে আর তারই প্রস্তুতি মাত্র।
এরমাঝে আবার একটা মাঝখান, যেখানে
আমরা হাতরাব একটা নতুন কিছু
নাম দেব ঝিনুকমালা!!
তুমি রাজি তো ?
----/---/---/---
ঝিনুকমালা
------------@মধুমিতা নস্কর
ভাবনা গুলো অবাধ্য আজ
উষ্ণ প্রেমের ছোঁয়া,
কল্পলোকে হাত বুলিয়ে
তোকেই খুঁজে আনা..
অল্পচেনা তোকেই আঁকি
রামধনুর ঐ রঙে,
তুইও রাখিস হাতটা মাথায়
ভালবাসার ঢঙে..
অকুল দরিয়ার মাঝে তুই
নৌকা হয়ে থাকিস,
দাঁড় হারিয়ে,পাল উড়িয়ে
অতল সমুদ্র তোর বুকের ভিতর রাখিস..
মুক্ত ভেবে ঝিনুক যদি হরণ করে আমায়
উদ্ধার করে লুকিয়ে রাখিস তোর মনপিঞ্জরের খাঁচায়,
ঝিনুকমালা নামটি দিয়ে বাঁধিস গোপন প্রেমের লাজে
থাকব আমি সারাজীবন তোর মগ্ন হৃদয় মাঝে..।।
♦♦♦♦♦
২.)
| তুমি যাওয়ার পর |
-------------------ডট.পেন
উঠে গেলে তুমি, উঠে তো যেতেই.. ভোর হতে বাকি ছিল
তুমি গল্পের মতো এলে, এসেছিলে তো, আঁচ পেয়েছিল পিলো।
কত কথা হলো রাত জেগে জেগে সারা,
চোখ ভুলে গেছে ঘুমপথ গুলো, জেগে জেগে থাকে তারা।
তুমি বলেছিলে কিছু কথা কানে, কিছুবা সরিয়ে নিলে
আদতে আমরা আঙুল ছুঁয়েছি তুমি-আমিতে মিলে।
থেকে গেছে সেই ঘাম মিশে যাওয়া গন্ধ তোমার চুলের
বালিশ বুঝেও করেনি নালিশ শেষ মিনিটের ভুলের!
সব মুছে যাবে ভোরে আলো এলে, যতটুকু যা ছিল
আঁশটে গন্ধ হিসেব চাইছে ভেজা প্রতিশ্রুতি গুলোর!!
------/-----/------
আলোকলতা
------------@ মধুমিতা নস্কর
আমার বুকের ভিতর আলোকলতার ছোট্ট কুঁড়ি,
তোমার বুকের ভিতর প্রেম সোহাগী বৃষ্টি..
আমার বুকের ভিতর বাড়ছে দেখো আলোকলতা,
তুমি খবর পেয়ে বলছো আমায় মিষ্টি কথা..
আমার বুকের ভিতর সুগন্ধ জমছে দেখো বিশ্বাসে,
তুমি হৃদয় দ্বারে ঘ্রাণ পাচ্ছ তোমার প্রতি নিশ্বাসে..
আলোকলতা দ্বীপ্তি ছড়ায় আমার বুকের ভিতর,
তোমার ঘুপচি মনে আলোকচ্ছটা করছে অবলোকন..
আলোছায়ায় আলোকলতা আজকে আলেয়া,
মধ্যরাতে মতিভ্রমে কুড়িয়ে আনে আসশেওড়া..
আমার মনের ভিতর আলোকলতা করছে খুনসুটি,
তোমার মনের মাঝে পড়ছে ঝরে স্বর্ণ হয়ে বেলি..
আলোকলতা বাড়তে থাকুক নিত্য নিয়ম করে,
তোমার আমার মিলন ঘটুক আলোকসজ্জা পরে..।।
খুবই সুন্দর।।
উত্তরমুছুন