_____আমের ঠোঁটে কামড়
সুনন্দ মন্ডল
সূর্য পড়েছে ঈষৎ সিঁদুরে হলুদ পোশাক
প্লেটে কেটে রাখা আমের মতো।
খবর এলো দক্ষিণের হাওয়ায় ফোনের তারে পাল্লা দিয়ে!
ভ্যাপসা গরম গলে গেল সুখের ছোঁয়ায়।
সবন্ধু ভাইটি এলো সশরীরে,
আমের ঠোঁটে কামড় বসানো হাসি নিয়ে।
জলফড়িং উড়তে শেখাল পাখনাবিহীন
নতুন বার্তা, নতুন মুখের গন্ধ পেতে।
আমিও ছিলাম ব্যস্ত কেমন
হারিয়ে গেল কবিতার ভিড়ে।
আলোচনা কিছুই তেমন হলো কই?
তবুও যেন অনেক কিছুই পেলাম আমের প্লেটে।
নিয়ম মেনে ব্যস্ত সূর্য আপ্রাণ চেষ্টা করে
আকাশের বিছানায় মুখ লুকাতে।
যদিও জমল সন্ধ্যেটা সেলফি যোগে
আমের গন্ধে জলফড়িং নাচল পেখম তুলে।
------------------
প্ৰথমে আসিফ, মাঝে সুনন্দ(আমি) ও শেষে সুদীপ্ত।
কাঠিয়া, মুরারই, বীরভূম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন