ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৩ জুন, ২০১৮



               
মাধবীলতা

বৃষ্টি ভেজা মাটির সোঁদা গন্ধ মেখে চলতে থাকি
জল টুপটুপ পায়ে,
পুঁইমাচা থেকে ঝরে পড়া বৃষ্টিতে ময়ূরের ডানা আঁকতে থাকি আলকুশির গায়ে..
রক্তবর্ণ তেলাকুচো ফলের লোভে ছুটে আসে বুলবুলি অদ্ভুত অমোঘ আকর্ষণে,
আমার দুর্ণিবার বেদনা ঘূর্ণিঝড়ে ঘুরতে ঘুরতে
ডুকরে কেঁদে ওঠে শিরিষের ডালে..
কচুরিপানা থেকে টুপ করে ঝরে পরে একবিন্দু
জল আমার পলকহীন চোখের দৃষ্টিতে,
এইখানে শরীর আমার এলিয়ে পড়ে ফলন্ত যবের শিষের অগ্রভাগে..
মাধবীলতা অবিরাম গান গেয়ে যায় আলুক শালুকের সাথে শেফালিবনের মাঠে,
প্রেম মৃদু সৌরভ ছড়াতে থাকে রোদ্দুরের আনাচেকানাচে আর পুকুরের ঘাটে..
বেনের মেয়ে কলসী কাঁখে তপস্বীকে জল দেয়
করে যতন,
গোধূলি বেলার রক্তিম সূর্য যেন আজ সিঁদুর
কৌট আমের মতন..
মাধবীলতার শুভ্র পাপড়ি কোঁচড়ে কোড়ায়
চাতকী,
পাড়াগাঁয়ের কুঁড়েঘরে উষাকালে জন্ম নেয়
মাধবীলতা জাতকী...।।

@মধুমিতা নস্কর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন