২) এক কলমে রবি ও কাজী
ভারতী ধর
কবিপক্ষের জন্মজয়ন্তী বাসরে
দুই কবির জন্ম জাগরণ,
মানবতার সাম্য আর প্রেমের দেবতীর্থে
রবীন্দ্র-নজরুল চির অম্লান।
কাব্য জগতের পূজারী দুজনেই শুধু
জীবন প্রণালী ভিন্ন,
নিয়মে বাঁধা বেড়া বাধা রবির জীবনে
নজরুল মুক্ত,সকল বাধা ছিন্ন।
বন্ধ ঘরে রবির খেলা
প্রকৃতির ঈশারায়,
বাঁধন হারা মুক্ত দুখুর
সারা বিশ্বে খেলার ঠাঁই ।
মিলনের খোঁজে রবির মনে
প্রবল প্রণয়ের আকর্ষণ,
নজরুলের ছিল না আড়াল আবডাল
সবই মুক্ত বাতায়ন।
রবীন্দ্রনাথ ছিল আকাশের কবি
নজরুল সমতলে জোয়ার ,
রবির নিসর্গ অনুভূতি,প্রেম
কাজী বিদ্রোহের রুদ্রঙ্কর।
পৃথিবীর শিরায় শিরায় শিকড়ে শিকড়ে
তাদের চেতনা আত্মীয়বৎ ,
বিচিত্রগামী সর্বত্রগামী ফারাক তবু
অন্তরের পরিচয় একই সঞ্চারী পথ ।
রবির কিরণে দূরীভূত যত
ধরার মালিন্য আঁধার ,
নজরুলের ঝংকারে চুরমার হয়
কারার লৌহদ্বার ।
রাজার ছেলে রবি প্রেমের পূজারী
সবাঙ্গসুন্দর,
নজরুল ছিল ক্ষুধাতুর প্রাণ
বেদনা সাগরে জোয়ার।
তাই তো রবি পেতেছিল কান
সে কবির বাণী লাগি—
যে ছিল মাটির কাছাকাছি
কৃষাণের জীবনের সুখ দুঃখের ভাগী।
------ -----------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন