৫) তুমি নও শুধু কবি
শ্যামাপদ মালাকার
আমি তোমায় চিনি
তুমি আমার চিন্তার অতীত!
তুমি দিয়েছো চিরসত্যের সন্ধান- -
যুগিয়েছো বেঁচে থাকার প্রেরণা!
তোমার মর্মমূলে কানপেতে
শুনেছি- সেই গীত, যে সুর সারা অন্তঃকরণ ধ্বনিত করে ছুঁটে বেড়ায়-
খুঁজেফেরে ব্যক্তচেতনার
এক মুক্তদ্বার--
তুমি সীমাহীন! তাই হৃদয় খুলে
বলতে ইচ্ছে করে,
হে কবি! হে বিশ্বকবি!
তুমি নও শুধু কবি-
জগতের বুকে জননীর তুমি
দিয়ে গেলে পরিচয়-
মা'য়ের ললাটে রবি হয়ে জ্বলো
করবে কে পরাজয়!
তুমি যে আমার দুঃখিনীর দীপে
না বলা যে কত কথা-
তুমি যে আমার শ্রমিকের বুকে
হঠাৎ গর্জে ওঠা!
তুমি যে আমার কবিতার পোড়া
ক্লান্ত-চরণে ব্যথা-
আবার কখন অবহেলিতার
নয়নের চিরধারা।
তুমি তো আমার ভিখারিনী কোনো
সহসা থমকে দাঁড়া-
সহসা থমকে দাঁড়া-
সহসা থমকে দাঁড়া!।
------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন