ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ৯ জুন, ২০১৮

সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়েছিল ৭ সেপ্টেম্বর ১৯৭৪  ফরিদপুরে। বিংশ শতকের শেষার্ধে একজন প্রতিভাবান বাঙালি সাহিত্যিক। ২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসাবে বাংলা ভাষী পাঠকদের কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। বাঙলাভাষী এই ভারতীয় সাহিত্যিক সাধক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামনিস্ট হিসাবে অনেক স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দের পরবর্তী সময় অন্যতম প্রধান কবি। একই সঙ্গে তিনি আধুনিক ও রোমান্টিক। তাঁর কবিতার বহু পংক্তি সাধারণ মানুষের আজ‌ও মুখস্থ। সুনীল গঙ্গোপাধ্যায় "নীললোহিত", "সনাতন পাঠক" ও "নীল উপাধ্যায়" ইত্যাদি কলম নাম ব্যবহার করেছেন।তাঁর উল্লেখযোগ্য কয়েকটি বই হল আমি কী রকম ভাবে বেঁচে আছি, যুগলবন্দী শক্তি চট্টোপাধ্যায় সঙ্গে, হঠাৎ নীরার জন্যে, রাত্রির রঁদেভূ, শ্যামবাজারের মোড়ের আড্ডা, অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, ভানু ও রাণু, মনের মানুষ ইত্যাদি। বাংলা সাহিত্য ও তার অগ্ৰগতি নিয়ে নীললোহিতের অবদান আমাদের ও নবীন লেখক কবিদের এক অমূল্য সম্পদ রেখে গেছেন‌এই মহা মানবের সৃষ্টি। ২৩ শে অক্টোবর ২০১২ তার অন্তিম শ্বাস এই ইহলোক ত্যাগ করে।তিনি বাংলা সাহিত্য ও বাঙালির হৃদয়ে আজও অমর তার সৃষ্টির সৃজনশীলতার পরিচয়ে।


★নাম : সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বানিজ্য শাখা,এম.বি.এ ম‍্যানেজমেন্ট , পি এইচ ডি (ম‍্যানেজমেন্ট) করছেন।

কাব্যগ্রন্থ :
একক কাব্যগ্রন্থ - ইচ্ছে পাখীর স্বপ্ন (২০১৮)




পুরস্কার :
** কাব্যশ্রী - ২০১৮ ( বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমী ও যুথিকা সাহিত্য পত্রিকা),
* নিখিলবঙ্গ কবিতা প্রতিযোগিতা সেরা দশ,
** আলোর দিশা সাহিত্য সম্মান - ২০১৭ ( আলোর দিশা সাহিত্য পত্রিকা ),
* ছাড়পত্র পত্রিকায় কাব্য পাঠের পুরস্কার
* সিসৃক্ষু পত্রিকায় কাব্য পাঠের পুরস্কার,
* রজত জয়ন্তী সাহিত্য সম্মান - ২০১৮ ( যুথিকা সাহিত্য পত্রিকা),
* আনন্দ মুখর সাহিত্য পত্রিকা থেকে সেরা কবি সন্মান ২০১৮
* নজরুল একাডেমী ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে নজরুল মেলায়  স্মারক সন্মান ২০১৮।
* বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমী ও যুথিকা সাহিত্য পত্রিকা থেকে ঘোষিত কাব‍্যভারতী সন্মাননা প্রাপ্ত ২০১৮(ঘোষিত)।


যোগাযোগ:-৯৮৩১৮৪০১৯৬/৮২৪০৯৪৪৬৫০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন