" বিরহ কান্নার পাণ্ডুলিপি "
গগন ভুঁইমালী
_______
গ্রীষ্মের তাপদাহে শহরময় বিষন্নতা
নিত্য মানুষ ব্যস্ত ,জনসমুদ্র পারাপারে !
পৃথিবীর সময়ের কাঁটা__
অবিরত, টিক... টিক !
সভ্যতার ছুটে চলা বিরামহীন
ডিজেলের ছোঁয়া অ্যাসিড ও
কেমিক্যালের বিষাক্ততা শুকে-শুকে !
স্বপ্নরাও মন মরা, নীরবতা পালনে,____
স্বপ্নরাও, স্বপ্ন অনুভূতি ছোঁয়ার
স্বপ্ন দেখেনা আর___ !!
জোনাকিরা শোকাহত
ওদের নাকি ভীষণ জ্বর ,
তাই একবার নিজেকে মেপে ফেলি
ধূলো-বালি জমে হৃৎপিণ্ড কালপাহাড় !!
অলি-গলি ও রাজ সরণির, ল্যাম্পপোস্টের
নজরদারি পাহারা____,
সারি বদ্ধ কংক্রিটের বিশালতা
যামিনীর বপু চুঁইয়ে পরে তীক্ষ্ণ ঘাম ,
সমুদ্রের শরীর ছোঁয়া বাতাসে
কিছুটা আরাম____ !!
গুমোট ধরা মেঘে বিকেলের আকাশ
আগন্তুক এক আভাসে__
বৃষ্টির বারতা পাঠায়__,
এক আনকোরা ধূসর খামে__,
শহরতলীর ডাকনামে__!!
তার ঠিক কিছু পরে সন্ধে মুখর
নীলিমা চুঁইয়ে চুঁইয়ে ,
কংক্রিটের গা বেয়ে চকিতে
ঝরে যায় শহরের বিরহ কান্না !!
ইঁট পাথরে রা সুদীর্ঘ শ্বাস ফেলে !!
পুলকিত করা শীতল সমীরণে
সিক্ত তনু_____
___ অস্থির চিত্ত!!
বেলকুনির শিকের উপর হাত
দৃষ্টি,ভেদ করে যায় অন্ধকার
নিমেষে ঠোঁটে, তাপমাত্রা মাপি ,
আর এঁকে যায় পাণ্ডুলিপি...!!
___________
২০ শে জ্যৈষ্ঠ ১৪২৫
মুম্বাই
গগন ভুঁইমালী
_______
গ্রীষ্মের তাপদাহে শহরময় বিষন্নতা
নিত্য মানুষ ব্যস্ত ,জনসমুদ্র পারাপারে !
পৃথিবীর সময়ের কাঁটা__
অবিরত, টিক... টিক !
সভ্যতার ছুটে চলা বিরামহীন
ডিজেলের ছোঁয়া অ্যাসিড ও
কেমিক্যালের বিষাক্ততা শুকে-শুকে !
স্বপ্নরাও মন মরা, নীরবতা পালনে,____
স্বপ্নরাও, স্বপ্ন অনুভূতি ছোঁয়ার
স্বপ্ন দেখেনা আর___ !!
জোনাকিরা শোকাহত
ওদের নাকি ভীষণ জ্বর ,
তাই একবার নিজেকে মেপে ফেলি
ধূলো-বালি জমে হৃৎপিণ্ড কালপাহাড় !!
অলি-গলি ও রাজ সরণির, ল্যাম্পপোস্টের
নজরদারি পাহারা____,
সারি বদ্ধ কংক্রিটের বিশালতা
যামিনীর বপু চুঁইয়ে পরে তীক্ষ্ণ ঘাম ,
সমুদ্রের শরীর ছোঁয়া বাতাসে
কিছুটা আরাম____ !!
গুমোট ধরা মেঘে বিকেলের আকাশ
আগন্তুক এক আভাসে__
বৃষ্টির বারতা পাঠায়__,
এক আনকোরা ধূসর খামে__,
শহরতলীর ডাকনামে__!!
তার ঠিক কিছু পরে সন্ধে মুখর
নীলিমা চুঁইয়ে চুঁইয়ে ,
কংক্রিটের গা বেয়ে চকিতে
ঝরে যায় শহরের বিরহ কান্না !!
ইঁট পাথরে রা সুদীর্ঘ শ্বাস ফেলে !!
পুলকিত করা শীতল সমীরণে
সিক্ত তনু_____
___ অস্থির চিত্ত!!
বেলকুনির শিকের উপর হাত
দৃষ্টি,ভেদ করে যায় অন্ধকার
নিমেষে ঠোঁটে, তাপমাত্রা মাপি ,
আর এঁকে যায় পাণ্ডুলিপি...!!
___________
২০ শে জ্যৈষ্ঠ ১৪২৫
মুম্বাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন