মূর্ছনা ।
অরূপ সরকার ।
তোমার গল্প গুলো অনেক রোগ সারায় ।
জীবনের অনেক সমীকরণই মিলিয়ে দেয়,
অনেক শেষের শুরুও হয় তোমার গানে,
অনেক ব্যাথার ক্ষয় হয় তোমার গানে,
সেই গান হৃদয়ের তন্ত্রীতে বাজে,
তোমার গানেই নিজের মত থাকতে শিখিয়েছে ।
তোমার গানেই বলতে পারি আমি আজকাল ভালো আছি,
তোমার সুরের জাদুই আয়ু রেখা ধরে হাঁটাতে শেখায়,
মরলে পুনর্জন্মের স্বপ্ন দেখেছি তোমার মধ্যে দিয়ে ।
দুঃখ গুলো একে একে বেরোয় তোমার ওই গীটারে,
তোমার কথাও কাঁধে নিশ্বাস ফেলে;
তোমার উপমা তুমি নিজেই সত্যিই তুমি অনুপম।
অরূপ সরকার ।
তোমার গল্প গুলো অনেক রোগ সারায় ।
জীবনের অনেক সমীকরণই মিলিয়ে দেয়,
অনেক শেষের শুরুও হয় তোমার গানে,
অনেক ব্যাথার ক্ষয় হয় তোমার গানে,
সেই গান হৃদয়ের তন্ত্রীতে বাজে,
তোমার গানেই নিজের মত থাকতে শিখিয়েছে ।
তোমার গানেই বলতে পারি আমি আজকাল ভালো আছি,
তোমার সুরের জাদুই আয়ু রেখা ধরে হাঁটাতে শেখায়,
মরলে পুনর্জন্মের স্বপ্ন দেখেছি তোমার মধ্যে দিয়ে ।
দুঃখ গুলো একে একে বেরোয় তোমার ওই গীটারে,
তোমার কথাও কাঁধে নিশ্বাস ফেলে;
তোমার উপমা তুমি নিজেই সত্যিই তুমি অনুপম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন