ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ৯ জুন, ২০১৮

কবি মাসুদ বড়া'র কলমে
--------------------------
আচ্ছা, একটা কথা বলুন তো? আপনি যদি কোনো গল্প পোকা বা কবিতা প্রেমিক হোন, আর আপনার সামনে যদি খাতা ভর্তি গল্প বা কবিতার ডালি সাজানো থাকে কিংবা একটানা একমাস ধরে যদি আপনার রবিবারের বিকেল গুলো শিকল বন্দি করে রাখি তাহলে আপনার যে অবস্থা হবে সেটা আপনি আমার থেকে ভালো বলতে পারবেন। যাক প্রসঙ্গ এটা নয়,তবুও কিছুটা প্রাসঙ্গিক।একদিন খুব ইচ্ছে করছিল কিছুটা অতিরিক্ত সময় ব্যাগে করে নিয়ে শিয়ালদহ,পার্ক সার্কাস হয়ে যাদবপুর ফেরার পথে রেললাইনের ধারে চোখ বুলিয়ে প্রতিটা স্টেশন লাগোয়া ফুটপাত গুলোর সাথে বন্ধুত্ব করবো,কিন্তু কি করি বলুন,ওই সময় টার খুব অভাব,এদিকে সেই দিনই এক বন্ধুর বিয়ের নেমন্তন্ন না গেলেও একটা খারাপ দেখায়,পুরো শেষ লগ্নে গিয়ে হাজির হলাম।খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরছি দেখি কয়েকটা ছোট বাচ্চা উচ্ছিষ্টে আধেক নিমজ্জিত হয়ে কি যেন হাতরাচ্ছে,বিশ্বাস করুন সেদিন রাতের ওই দৃশ্য দেখার পর আমার আর সাহস হয়নি ফুটপাত গুলোর সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকি।কিন্ত আমি, আপনি তো এই স্বাধীন প্রগতিশীল ভারতবর্ষের বিশেষ করে বিশাল জনঘনত্বের সমুদ্রে সাঁতার কাটছি,তাই স্বভাবতই স্বপ্নে মাঝে মধ্যে ওদের খিদের কান্না ভেসে আসে, এক টুকরো রুটির জন্য যে তারা কতটা আগ্রাসী হয়ে ওঠে সেটা বলবার নয়।আমরা ঘড়ির কাঁটার সাথে সমাজকে একদশক এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবি,কিন্তু ওই ফুটপাত গুলো চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়েছে এখনো সময় হয়নি,আমরা ওসব কথা কানে নিইনা আমাদের ডিনারে গরম লুচি আর আলুর দম টাই শেষ কথা।ইতিমধ্যে বোধহয় খুবই বিরক্ত হয়েছেন এত খাপছাড়া লেখার চক্করে,কোনো প্রেমের গল্প বা রহস্য কাহিনী হলে মনেহয় ভালো হতো,কিন্তু কি করবো বলুন ওরা যে আজও আমাদের চোখে চোখে ঘোরে,ওদের খিদের কান্না টা ঠিক হজম করতে পারিনা তাই এই খাপছাড়া লেখা কিছুটা খিদে নিয়ে।


★ একক কাব্যগ্রন্থ :- বিকলাঙ্গ সহবাস



বই পেতে যোগাযোগ করুন:- ধ্যানবিন্দু (কলেজ স্ট্রিট) / 8116844002






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন