১) রবীন্দ্র নজরুল প্রসঙ্গে
অমিয়া গড়াই
দুইজন ছিলেন দুই ভিন্ন আঙ্গিকে,একজন প্রকৃতি প্রেমে উন্মুক্ত হয়ে প্রেমে ছিলেন বিলীন আর অন্যজন ছিলেন বিদ্রোহে উন্মুক্ত এক নবজাগরনের দিশারী৷তারা হলেন বাংলার কাব্যিক সাহিত্যে বহু আলোচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম৷বিহারীলাল পরবর্তী যুগে রবীন্দ্র সাহিত্য সারা জাগিয়েছিল সর্ববাংলায়;ঠিক তার পরবর্তী মুহূর্তে উঠতি কবিগণ যখন রবীন্দ্র অনুসরণে সম কাব্যের অণুরননকারী ঠিক তখন রবীন্দ্র যুগের অবসান ঘটিয়ে সম্পূর্ণ বিদ্রোহী তেজের এক ভিন্ন কাব্যের উদভাবক দাতা ছিলেন নজরুল৷
যদিও দুইজন ছিলেন সম্পূর্ণ ভিন্নসমাজ ও ভিন্ন ভাবনার অধিকারী ,তবুও দুইজনেই গুরু শিষ্যের সম্পর্কে ছিলেন উত্তীর্ণ ৷দুইজন দুই ভিন্নমাত্রার কবি হলেও একে ওপরের প্রতি শ্রদ্ধাশীল৷মূলত নজরুলকে কবি হিসেবে স্বীকৃতি প্রদানে রবীন্দ্রনাথ ছিলেন অগ্রগন্য৷তাই বলা যেতে পারে নজরুল ছিলেন রবীন্দ্র কাব্যের প্রতি শ্রদ্ধাশীল ,অপরদিকে রবীন্দ্রনাথ ছিলেন নজরুল কবিতার অনুপ্রেরণাদাতা ৷এ প্রসঙ্গে বলা যায় রবি ঠাকুর নজরুল লিখিত 'ধূমকেতু 'কে আশীবার্দ জানিয়ে লিখেছিলেন-'আয় চলে আয় রে ধুমকেতু/আঁধারে বাঁধ অগ্নিসেতু/দুদিনের এই দুর্গাশিরে,উড়িয়ে দে তোর বিজয়কেতন'-
আবার '১৪০০সাল'কবিতাটি যখন তিনি শতবর্ষের পরের পাঠককে বসন্তের পুষ্পাঞ্জলী পাঠানোর উদ্দেশ্যে উত্সর্গ করেছিলেন-
"আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতুলভরে আজি হতে শতবর্ষ পরে৷"
এর প্রতুত্তরে রবীন্দ্রনাথ এর প্রতি শ্রদ্ধা ও ভক্তি জানিয়ে নজরুল বলেছেন-
"আজি হতে শতবর্ষ আগে
কে কবি,স্মরণ তুমি করেছিলে শত অনুরাগে
আজি হ'তে শতবর্ষ আগে!"
অতএব রবীন্দ্র নজরুল ছিলেন পরস্পর এর প্রতি শ্রদ্ধাশীল দুই ভিন্ন চিন্তাধারার কবি৷
-----------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন