ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২৪ জুন, ২০১৮

সম্পর্ক
------------
ঋতুপর্ণা ব‍্যানার্জী
১৪/০৬/১৮

সেই কোন
আদিম অরন‍্যে সুপ্ত ছিল উলঙ্গ প্রেমের ইতিহাস
তারপর ঘুম ভেঙে গেছে
জঠরের নিভৃত  থেকে বেরিয়ে
এসেছে দেহতত্ত্বের নীল ছবি
কিশোরীর ঠোঁটে   ভিজে গেছে সন্ধ্যার লাল চাঁদ
জোনাকী মেঘের দীর্ঘ নিতম্বছায়ায়
মদিরার মন্থন টুপটুপে মৌতাত

নষ্ট শিশির জেগে থাকে আঙুর চোখের তারায়
পর্দা সরে যায়
নতুন একটা রাত! পেঁচার কোটর জুড়ে হায়নার নাশকতা
রক্তের ভাইব্রেশন
তলপেটে মাংসল শ্বাস

শুরু হয় তৃতীয় অধ‍্যায়!!
রাতপোশাকের বোতামভাঙা হাসি
চুঁইয়ে পড়ে প্রোটিন-ভিটামিন
বুক অবধি হেঁটে আসে ভ্রূণের ফণা   হৃৎপিণ্ডে পাম্প মারে সম্পর্কেরা
দিশেহারা সব উত্তেজনা
ঘন থাকে বালিশ বিছানা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন