ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

(পরিবেশ দিবসে ছোট্ট নিবেদন)

_____গাছ
             সুনন্দ মন্ডল

রোদ পোড়া উঠোন,
            বৃষ্টিহীন শুষ্ক পাথুরে বুক
            ‎তোমাতে কান্না লুকিয়ে মানবিক।

ঝড় ও ঝরাপাতা --- মৃত্যুর পদধ্বনি,
         মর্মর আওয়াজ, বেসুর!
লাগাতার ধাক্কা গায়ের প্রতি লোমে।
   
                          শাখা-প্রশাখার গলিপথ
লাল লাল শিরায় টানা ঝংকার
        অসাবধানতা, অনিবার্য সংকলন।

পরিবেশ ও পরিবেশের সংস্কৃতি
গাছের ছালে আঁকা
       বিদগ্ধ অমানুষিকতা খোদাই।

দিনরাত ঘর্ষন --- অনিয়মিত কাটার উৎসব
মানুষ ভাবেনা! অক্সিজেন লুপ্ত বায়ুমন্ডল
        প্রতিনিয়ত বাড়ায় বিপদ।

গাছের বদলে গাছ বেঁচে থাকার অব্যর্থ মলম।
                 ---------------

কাঠিয়া, মুরারই, বীরভূম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন