নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ২৭ জুন, ২০১৮

তাজা কবি / অনুপম দাশশর্মা

তাজা কবি, টিপ এক, ঘায়েল ভিন্ন মত-ই। এমন তো স্বাভাবিক হেথায়

এই যে উৎসাহ রন্ধনের বিপুল আয়োজন
সে-তো, উঁমিচাদ, ঘসেটি বেগমদের মনে করায়

অপরিণত ঠাউরেছো যাহাদের
তাঁরা কী বেবাক গিলবে তেতো পাচন

কালান্তর বিছিয়েছে নজর আদি সভ‍্যতার
উজালা ভেপার নিভে গেলে
গুনে দেখো আঁধারে থাকা জোনাকগুলো
কতটা প্রতিষেধক তোমাদের যোগায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন