ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

আমিই দায়ী
                    কামাল হোসেন

কলিঙ্গের রণপ্রাঙ্গণে দেখেছিলাম তোমাকে,
       কোমরে কোমর বন্ধক তোমার
       মস্তকে লোহার টুপি আর
       হস্তে চিকন তরবারি,
শ্বেত অশ্বারোহিনী তুমি মনমোহিনী
মুগ্ধ করেছিলে আমাকে।

তখনও দেখিনি আমি তোমার মুখমন্ডল,
      দেখেছিলাম শুধু তোমার
      মায়াবী চোখ,এলানো কেশ,
      আর উদ্দাম গতি,
নন্দিনী ওগো মন্দাকিনী,কর্তব্যের জালে
আমার প্রেম-প্রীতি হয়েছিল পন্ডল।

তুমি ছিলে কলিঙ্গের রক্ষিণী
        আর আমি ছিলাম হানাদার,
        তোমার নিপুণ আঘাতেও
        শুধু আমার ব্যঘাতে
মৃত্যু হয়েছিল তোমার,
আজও ফেটে যায় বুক,কাঁদে প্রাণখানি।

অশ্ব থেকে পর্যবসিত হয়েছিল ভূতলে
      আর মস্তক হয়েছিল অনাবৃত,
      বক্ষ বিদীর্ণ করেছিল বিষাক্ত তীর
      আর হারায় আমি প্রেমের নির।
তোমার মরণ যে আমার কারণ-
তাই আমার মস্তক নত তোমার পদ তলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন