এক অবহেলিত পথচারী
সাজিদ সুলতান
ওহে, কে তুমি ?
পথিক ?
পথের পথিক ? নাকি উচ্চ্যাকাঙ্খার পথিক?
নাকি লালসার ?
যদি হও পথের , তবে কোন পথের ?
তা কি অফুরন্ত ?
নাই কি তার অন্ত?
তবে উচ্চ্যাকাঙ্খার ?
কী তোমার আকাঙ্খা ?
তার উচ্চতার সীমা কতখানি?
নাকি সীমাহীন ?
তবে কি লালসার ?
সে কি অসার ?
যায় হোক । একটা প্রশ্ন ।
কেন নাড়লে কড়া আমার দরজার ?
কেনই বা করলে আমাকে অসমাহত ?
আমিই কি তবে সেই অনন্ত পথ ?
আমিই কি সেই সীমাহিনাকাংখা ?
আমিই কি লালসা ?
ওহে , কে তুমি ? উত্তর দাও ।
২০ বছর ধরে চলেছি এই পথে
সাজিদ সুলতান
ওহে, কে তুমি ?
পথিক ?
পথের পথিক ? নাকি উচ্চ্যাকাঙ্খার পথিক?
নাকি লালসার ?
যদি হও পথের , তবে কোন পথের ?
তা কি অফুরন্ত ?
নাই কি তার অন্ত?
তবে উচ্চ্যাকাঙ্খার ?
কী তোমার আকাঙ্খা ?
তার উচ্চতার সীমা কতখানি?
নাকি সীমাহীন ?
তবে কি লালসার ?
সে কি অসার ?
যায় হোক । একটা প্রশ্ন ।
কেন নাড়লে কড়া আমার দরজার ?
কেনই বা করলে আমাকে অসমাহত ?
আমিই কি তবে সেই অনন্ত পথ ?
আমিই কি সেই সীমাহিনাকাংখা ?
আমিই কি লালসা ?
ওহে , কে তুমি ? উত্তর দাও ।
২০ বছর ধরে চলেছি এই পথে
- আমি শুধু জানি , আমি এক ক্লান্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন