নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

জাতির ভবিষ্যৎ
                 অমরেশ বিশ্বাস

আমরা শিশু বড্ড ছোট
থাকি মায়ের কোলে
যা খুশি তাই করতে পার
ভেবো না তাই বলে।

ফোটেনি কথা এখনো মুখে
দেখতে সবই পাই
ভুল শেখানো ঠিক নয়তো
সেকথা বলতে চাই।

পাই শুনতে সকল কথাই
খোলা থাকে কান
বেফাঁস কিছু বললে জেনো
থাকবে না সম্মান।

সবাই জান আমরা হলাম
জাতির ভবিষ্যৎ
তাই দেখিও সকল সময়
শুধুই সঠিক পথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন