সুখ
রনিতা ভট্টাচার্য্য
অন্ধকারের কালোর মধ্যেও যেন সুখ আছে
উন্মত্ততার সংজ্ঞা নিয়ে সুখ হাতরে মরি
জীবনের কাছে প্রশ্ন ছুঁড়ি না আর
এক লহমায় বুঝে গেছি জীবন বলে কাকে
বিরহের কাঁটা যখন প্রতিটি নিশীথে
মনে করিয়ে দেয় তোমার কথা
আমি গোপনে শুনি বাঁশির সুর
যে সুরের প্রতিটি ব্যথা তোমার রচা
আকন্ঠ অমৃতে স্নান করেছি একদিন
বাঁধা দেওয়ার মত কতিপয় কালোও
সেদিন উপস্থিত ছিল না অনুরাগসভায়
আজ স্মৃতির সেই পটে বাস্তব চুঁইয়ে পড়ে।
---------------
রনিতা ভট্টাচার্য্য
অন্ধকারের কালোর মধ্যেও যেন সুখ আছে
উন্মত্ততার সংজ্ঞা নিয়ে সুখ হাতরে মরি
জীবনের কাছে প্রশ্ন ছুঁড়ি না আর
এক লহমায় বুঝে গেছি জীবন বলে কাকে
বিরহের কাঁটা যখন প্রতিটি নিশীথে
মনে করিয়ে দেয় তোমার কথা
আমি গোপনে শুনি বাঁশির সুর
যে সুরের প্রতিটি ব্যথা তোমার রচা
আকন্ঠ অমৃতে স্নান করেছি একদিন
বাঁধা দেওয়ার মত কতিপয় কালোও
সেদিন উপস্থিত ছিল না অনুরাগসভায়
আজ স্মৃতির সেই পটে বাস্তব চুঁইয়ে পড়ে।
---------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন