ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

____শিশুত্ব
         সুনন্দ মন্ডল ( সহ সম্পাদক, জলফড়িং)

আমি শিশু! আমি শিশু! আমি শিশু!

শৈশবের গন্ধ কাটেনি শরীরে,
হৃদয়ের পরতে পরতে সুকুমারবৃত্তি গুলির পরিস্ফুটন।

সারা জীবনকাল বয়ে নিয়ে যেতে চায় আমি,
শিশুর প্রাণজ্জ্বল আবেগ।
শিশুত্বে ভরে থাকুক অন্তর।
সরল কোমল প্রাক্ষোভিক চেতনার-
বিকিরণ ঘটুক পৃথিবীর নব সৃষ্টিতে।

শৈশব-কৈশোর পেরিয়ে যৌবনে পোঁছেছি,
ঝড়-ঝঞ্ঝা কালের শিশ্ন-
লাভা উদ্গীরণে বেরিয়ে আসতে চায়।
মাথা উঁচিয়ে নাচতে চায় সমাজ সংসারে,
বাস্তবিক পৃথিবীর মঞ্চে দাঁড়িয়ে নেতার ভাষণ
হতে চায়।

কিন্তু আমার অন্তর-সমুদ্র ঢাকা, কঠিন কপাট বুকে।

নান্দনিক সৌন্দর্যের বিকাশ শরীর মন জুরে,
শুধু সৌকুমার্য থেকে গেছি।
শিশুর সারল্য, কৈশোরের পাগলামি
এখনো কথায়, চেহারায়।

আমি বড় হতে চায়,
         অনেক বড়।
এটাই আমার সামাজিক চাহিদা!
তবে আমার 'আমি'টা যেন শিশুই থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন