তোমার শহরে
দেবব্রত
তোমার শহরে কলম দিয়ে আঁকতে পারি কথাকলি,
তোমার শহরে বড্ড একা আমার চলা ব়াস্তাগুলি ।
তোমার শহরে শরৎ রোদে প্রানের আবেগ পূর্ন জোয়ার,
তোমার শহরে ছাদের উপর তোমার জন্য একটু কেয়ার।
তোমার শহরে স্বরলিপি অভিধানের ভিতর অন্তরালে,
তোমার শহরে স্নান করে মন তোমার গন্ধে তোমার জলে।
তোমার শহরে ধূলোয় নেশা কাঠবিড়ালী লেজ গুটিয়ে ,
তোমার শহরে ট্রামের লাইন দাঁড়িয়ে আছে প্রেম জুটিয়ে।
তোমার শহরে আকাশকুসুম ইচ্ছে গুলো বাঁধনহারা,
তোমার শহরে প্রেমনিবেদন অপেক্ষাতে হাজার তারা।
তোমার শহরে ছেড়া চটি, তোমার শহরে একটা গোলাপ ,
প্রথমবার তোমার সাথে ,তোমার শহরে আমার আলাপ।।
দেবব্রত
তোমার শহরে কলম দিয়ে আঁকতে পারি কথাকলি,
তোমার শহরে বড্ড একা আমার চলা ব়াস্তাগুলি ।
তোমার শহরে শরৎ রোদে প্রানের আবেগ পূর্ন জোয়ার,
তোমার শহরে ছাদের উপর তোমার জন্য একটু কেয়ার।
তোমার শহরে স্বরলিপি অভিধানের ভিতর অন্তরালে,
তোমার শহরে স্নান করে মন তোমার গন্ধে তোমার জলে।
তোমার শহরে ধূলোয় নেশা কাঠবিড়ালী লেজ গুটিয়ে ,
তোমার শহরে ট্রামের লাইন দাঁড়িয়ে আছে প্রেম জুটিয়ে।
তোমার শহরে আকাশকুসুম ইচ্ছে গুলো বাঁধনহারা,
তোমার শহরে প্রেমনিবেদন অপেক্ষাতে হাজার তারা।
তোমার শহরে ছেড়া চটি, তোমার শহরে একটা গোলাপ ,
প্রথমবার তোমার সাথে ,তোমার শহরে আমার আলাপ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন