ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

ভিখারী
             নাম -  সুদীপ্ত সেন

শহর থেকে শহর বলে নিঃস্ব
স্টেশন থেকে স্টেশনে কলরব
যেমন ছিল সবই তেমনই আছে
ওরাই হলো ভিখারী বেশে শিষ্য।।

তখন ছিল অন্যরকম সকাল
     ওদের কাছে নেই কিছু তার ভেদ
ওরা ভিখারী! মানুষ তো নই
    করছে সবাই ওদের প্রভেদ।

মানুষ থেকে মানুষ খুঁজে চলা
কোন মানুষে হাত পাতবে গিয়ে
চাইবে তারা তাদের ভাষা দিয়ে,
বাঁসায় ফিরে ভেজায় শুধু গলা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন