যন্ত্রণা পিয়াসি
মহঃ আসিফ ইকবাল
( সম্প্রচারক, জলফড়িং)
যন্ত্রণা যে মধুরও হয়, তোমার কাছে শেখা
এখন মাঝে মাঝেই স্বেচ্ছায় যন্ত্রণাকে ডাকি
কৃতজ্ঞতা জানিয়েই আমার এই সামান্য লেখা
তুমি চলে গেছ, ভিড়ের মাঝে আমি একাকী থাকি।
তোমাকে পাইনি বলেই আমি অনেক কিছু পেলাম
আমি কি তোমায় কখনও ছোট করতে পারি?
অপরিণত মনে হয়ত পাগলামি করে ফেলেছিলাম
আমায় ক্ষমা কোরো, ভুলটা ছিল আমারই।
তোমার চোখের ভিতর কবিতার পান্ডুলিপি
চিত্র শিল্পীর রঙ লেগে আছে তোমার আঙুলে
আমি বিস্ময়ে হতবাক হয়ে তোমায় চেয়ে দেখি
অনন্ত সুন্দর নেমে এসেছে তোমার মাথার চুলে।
যন্ত্রণাকে আপন করেছি শুধু কবিতার লোভে
আমার চোখে যখন জল এল তখন সূর্য ডোবে!
মহঃ আসিফ ইকবাল
( সম্প্রচারক, জলফড়িং)
যন্ত্রণা যে মধুরও হয়, তোমার কাছে শেখা
এখন মাঝে মাঝেই স্বেচ্ছায় যন্ত্রণাকে ডাকি
কৃতজ্ঞতা জানিয়েই আমার এই সামান্য লেখা
তুমি চলে গেছ, ভিড়ের মাঝে আমি একাকী থাকি।
তোমাকে পাইনি বলেই আমি অনেক কিছু পেলাম
আমি কি তোমায় কখনও ছোট করতে পারি?
অপরিণত মনে হয়ত পাগলামি করে ফেলেছিলাম
আমায় ক্ষমা কোরো, ভুলটা ছিল আমারই।
তোমার চোখের ভিতর কবিতার পান্ডুলিপি
চিত্র শিল্পীর রঙ লেগে আছে তোমার আঙুলে
আমি বিস্ময়ে হতবাক হয়ে তোমায় চেয়ে দেখি
অনন্ত সুন্দর নেমে এসেছে তোমার মাথার চুলে।
যন্ত্রণাকে আপন করেছি শুধু কবিতার লোভে
আমার চোখে যখন জল এল তখন সূর্য ডোবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন