হাওয়াদের রঙ নেই(এস.hhh)
-----------------------------------------------------
(@@সুশোভন সেন@@ )
( সম্পাদক, জলফড়িং)
রাত জেগে তারাদের কখনও দেখেছ কী-
খুব কাছে গিয়ে চেয়ে দেখেছ?
তোমার চপল চোখের মণির মতোই
নেভে আর জ্বলে,জ্বলে আর বলে- কিছু কথা,
কি অসম্ভব সুন্দর তোমার হাসি-
অ্যারিস্টটলের দেশের রঙ্গমঞ্চ থেকে
আমাকে টেনে এনে ব্যস্ত করে,শান্তি দেয়,
আমি ইস্কাইলাস নই
তবু তোমার মিষ্টি চিৎকার আমাকে টেনে আনে।
হেঁটে যাবে একদিন,নামবে একদিন পাহাড়ের পথে?
রোজ রাতে যেমন নামো আমার ওপর-
জলপ্রপাতের মতো,
কখনও দেখেছ নিজেকে ?
না,না মেকআপ বক্স সামনে নিয়ে
নিজেকে সাজাবার সময় বলছিনা--
আমার মতো করে নিজেকে দেখেছ কী কখনও?
দেখো,ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ তুচ্ছ মনে হবে!
আমি শাহজাহানের মতো
তাজমহল বানাতে না পারলেও-
তাজমহল ঘিরে একশ হাজার পাক দিতে পারি,
জানি, হাওয়াদের কোনো রঙ নেই--
শুধু তুমি চাও যদি আমি হাওয়ায়
রঙ ভরে দিয়ে আঁকব লক্ষ স্বপ্ন!
শ্রাবণী,আমি আলেকজান্ডার নয়,
তবে বিশ্ব জয় করতে না পারলেও-
বিশ্বের সঙ্গে লড়াই করে কিছু টিউলিপ তুলে এনে তোমাকে দেবো!
শুধু সময় পেলে--নিজেকে একবার দেখো,
দেখো একবার আমার মতো করে।।
-----------------------------------------------------
(@@সুশোভন সেন@@ )
( সম্পাদক, জলফড়িং)
রাত জেগে তারাদের কখনও দেখেছ কী-
খুব কাছে গিয়ে চেয়ে দেখেছ?
তোমার চপল চোখের মণির মতোই
নেভে আর জ্বলে,জ্বলে আর বলে- কিছু কথা,
কি অসম্ভব সুন্দর তোমার হাসি-
অ্যারিস্টটলের দেশের রঙ্গমঞ্চ থেকে
আমাকে টেনে এনে ব্যস্ত করে,শান্তি দেয়,
আমি ইস্কাইলাস নই
তবু তোমার মিষ্টি চিৎকার আমাকে টেনে আনে।
হেঁটে যাবে একদিন,নামবে একদিন পাহাড়ের পথে?
রোজ রাতে যেমন নামো আমার ওপর-
জলপ্রপাতের মতো,
কখনও দেখেছ নিজেকে ?
না,না মেকআপ বক্স সামনে নিয়ে
নিজেকে সাজাবার সময় বলছিনা--
আমার মতো করে নিজেকে দেখেছ কী কখনও?
দেখো,ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ তুচ্ছ মনে হবে!
আমি শাহজাহানের মতো
তাজমহল বানাতে না পারলেও-
তাজমহল ঘিরে একশ হাজার পাক দিতে পারি,
জানি, হাওয়াদের কোনো রঙ নেই--
শুধু তুমি চাও যদি আমি হাওয়ায়
রঙ ভরে দিয়ে আঁকব লক্ষ স্বপ্ন!
শ্রাবণী,আমি আলেকজান্ডার নয়,
তবে বিশ্ব জয় করতে না পারলেও-
বিশ্বের সঙ্গে লড়াই করে কিছু টিউলিপ তুলে এনে তোমাকে দেবো!
শুধু সময় পেলে--নিজেকে একবার দেখো,
দেখো একবার আমার মতো করে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন