নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

ছিন্ন বন্ধন
                        পুনম দেবদাস

বিদায় আবেগে হঠাৎ করেই ভাসিয়ে তরী,
ভালো লাগার নিত্য নতুন সজ্ঞা তৈরী করি।

কালো মেঘে বৃষ্টি নামে, আকাশ ফেটে চৌচির,
ভালোবাসার বন্ধনেতে এ কেমন কঠোর প্রাচীর!

কান্না ভেজা আগুন লাগে আমার এ বুক জুড়ে,
ছেড়ে যাওয়ার দুঃখ আমায় খাচ্ছে কুঁড়ে কুঁড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন