নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

অ্যাসিমিলেটিং
          অনুরূপা পালচৌধুরী
।১।
চোখতারা।পলক ছুলে চুঁয়ে পড়ে জলকাজল
আয়না আবডালে কুচানো কাচ
কিছুটা লুকানো অস্থিগুঁড়ো
সরলরেখা থেকে ত্রিকোন।কৌনিক সুখ।চেটে নিলে ০তার বিষাক্ত  থাবা
দুর্বার গতি।লতিয়ে যায় সবুজ সৃষ্টি
চাঁদ জরায়ুতে ঢুকে যায় জ্বলন্ত আনকোরা লাভা

|২|
পরাগসমীকরণত্রিঘাত।ভেজা জঞ্জাল।
এক মুট গাঢ় জলে গলা ডোবালেই নোনতা বিষ্ফোরণ
ধূসর ডাল ভর করে অপেক্ষমান জীবন
মিশরীয় লাল।আগাছার উদবৃত্ত
খুঁড়ে নেয় পোড়া মাংস
বৃত্ত ছিঁড়ে ঘন হলুদ।থ্রম্বোসিস
B বর্ণ: বারোমেসে সংকেত

|৩|
শীতলজল।নাভিচ্ছেদে সেমিকোলন
ফ্যানাফুঁতে উড়ে যায় বাদামী রহস্য
একান্ত।বাতায়ন পেড়িয়ে গলে পড়ে বিষবাষ্প
কাটাকুটি রাত।যন্ত্র মানবব্যোম
ফসফরাস জ্বলন।ইঞ্জেক্ট
দাহ্য ভালবাসায় গ্রহনের ছায়া
নগ্নতার আপেল।ফালি ফালি চাঁদ শিকার
আত্মকরনের অজুহাত। গোপন অভিঘাত

           


   

1 টি মন্তব্য: