★★★নষ্ট মেয়ে★★★
★★কেয়া অধিকারী★★
তোমরা আমায় নষ্ট মেয়ে বলো-
তাতে আমার কি-ই বা এমন হল,
বরটা আমার অকালে চলে গেল-
ছ'মাস পর খোকা কোলে এল।
ক্ষিদের জ্বালায় খোকাকে কোলে করে-
বাটি হাতে ঘুরেছি দ্বারে-দ্বারে,
আপনজনরাও গেছে দূরে সরে-
নেয়নি আমার দুঃখ ভাগ করে।
দুঃসময়ে জুটল এক মাসি-
কাজের নামে দিল আমায় ফাঁসি,
নিয়ে গিয়ে করল আমায় দাসী-
দেহ বেচে হলাম সর্বনাশী।
তখন থেকে আমি নষ্ট মেয়ে-
আমি খারাপ অন্য সবার চেয়ে,
খোকার পেটে দুবেলা অন্ন দিয়ে-
আমি আজ বাবুর ঘরে রক্ষিতা মেয়ে।
খোকা যখন একটু বড়ো হল-
মাকে দেখে মুখ ফিরিয়ে নিল,
যার তরে আজ নষ্ট জীবন পেল-
সেই খোকা আজ মাকেও ভুলে গেল।।
★★কেয়া অধিকারী★★
তোমরা আমায় নষ্ট মেয়ে বলো-
তাতে আমার কি-ই বা এমন হল,
বরটা আমার অকালে চলে গেল-
ছ'মাস পর খোকা কোলে এল।
ক্ষিদের জ্বালায় খোকাকে কোলে করে-
বাটি হাতে ঘুরেছি দ্বারে-দ্বারে,
আপনজনরাও গেছে দূরে সরে-
নেয়নি আমার দুঃখ ভাগ করে।
দুঃসময়ে জুটল এক মাসি-
কাজের নামে দিল আমায় ফাঁসি,
নিয়ে গিয়ে করল আমায় দাসী-
দেহ বেচে হলাম সর্বনাশী।
তখন থেকে আমি নষ্ট মেয়ে-
আমি খারাপ অন্য সবার চেয়ে,
খোকার পেটে দুবেলা অন্ন দিয়ে-
আমি আজ বাবুর ঘরে রক্ষিতা মেয়ে।
খোকা যখন একটু বড়ো হল-
মাকে দেখে মুখ ফিরিয়ে নিল,
যার তরে আজ নষ্ট জীবন পেল-
সেই খোকা আজ মাকেও ভুলে গেল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন