তুমিতো ধ্রুব
সুদীপ্ত পাল
দূর থেকে ভেসে আসে সম্পর্কের হাতছানি
যার ক্ষমতা আছে সব ধ্বংস করার,
সে এক এক করে ভাসিয়ে দিতে পারে সব কিছু,
পারেনা শুধু আমাকে।
আমিও পারিনা ভালোবাসাকে খাঁচাবন্দি করতে,
সে যেমন স্বাধীন তেমন প্রবাহমান।
অনেকে চেষ্টা করেছে রঙিন খাম সাজিয়ে---
নিরক্ষরেখা বরাবর হেটে দেখেছি
সে সব ফেলে আসা যায় মাঝপথে,
আর উপেক্ষা করাযায় প্রেমের শিকল।
তবুও প্রয়োজন ফাকা ঘর পূরনের,
যে ঘরে পরে থাকবে তোমার অন্তর্বাস।
যখন ক্লান্ত হয়ে ফিরবো, আর
ফিরে আসবো অনেক হাতছানি উপেক্ষা করে,
না হয় শুনিও দুকথা মন ভরে আমাকে।
আগলে রেখো যেন ভেসে না যাই,
খাঁচা বন্দি করো যেন পালিয়ে না যাই।
মরুপথ যত দুর্গম হোক, মানুষতো যাবেই
আর আমিও আশ্রয় নেবো কোন আঁচলে,
তোমার হাতছানির প্রয়োজন নেই
তুমিতো ধ্রুব, তোমাতেই ভেসে যাবো আমি।
সুদীপ্ত পাল
দূর থেকে ভেসে আসে সম্পর্কের হাতছানি
যার ক্ষমতা আছে সব ধ্বংস করার,
সে এক এক করে ভাসিয়ে দিতে পারে সব কিছু,
পারেনা শুধু আমাকে।
আমিও পারিনা ভালোবাসাকে খাঁচাবন্দি করতে,
সে যেমন স্বাধীন তেমন প্রবাহমান।
অনেকে চেষ্টা করেছে রঙিন খাম সাজিয়ে---
নিরক্ষরেখা বরাবর হেটে দেখেছি
সে সব ফেলে আসা যায় মাঝপথে,
আর উপেক্ষা করাযায় প্রেমের শিকল।
তবুও প্রয়োজন ফাকা ঘর পূরনের,
যে ঘরে পরে থাকবে তোমার অন্তর্বাস।
যখন ক্লান্ত হয়ে ফিরবো, আর
ফিরে আসবো অনেক হাতছানি উপেক্ষা করে,
না হয় শুনিও দুকথা মন ভরে আমাকে।
আগলে রেখো যেন ভেসে না যাই,
খাঁচা বন্দি করো যেন পালিয়ে না যাই।
মরুপথ যত দুর্গম হোক, মানুষতো যাবেই
আর আমিও আশ্রয় নেবো কোন আঁচলে,
তোমার হাতছানির প্রয়োজন নেই
তুমিতো ধ্রুব, তোমাতেই ভেসে যাবো আমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন