তোতে মরন আমার হোক
ফিরোজ আখতার
আমার গহন রাতের রাতপরী তুই,
শীতল দীঘল চোখ ।
ইচ্ছে করে ডুব দিয়ে রই,
মরণ আমার হোক ৷
স্বপ্নদেশে-
ভালোবেসে
তোর লালচে ভিজে ঠোঁট-
তোতে মরণ আমার হোক |
তোর সফেন চোখের লবণ সাগর,
অশ্রুজলের স্রোত -
পান করেছি দুহাত ভরে
তোর ডাগর ডাগর চোখ !
তোর গালের আভা
মনোলোভা,
আমার ওষ্ঠে জমে ক্ষোভ -
তোতে মরণ আমার হোক |
আমার অমানিশির জলপরী তুই,
পাতলা চেরা ঠোঁট ৷
গভীর নাভি বশ করেছে
তোর শত্রুুদলের জোট |
মারণবাণে-
আঘাত হানে
আমার বিদ্ধ বুকে লোভ-
তোতে মরণ আমার হোক ৷
ফিরোজ আখতার
আমার গহন রাতের রাতপরী তুই,
শীতল দীঘল চোখ ।
ইচ্ছে করে ডুব দিয়ে রই,
মরণ আমার হোক ৷
স্বপ্নদেশে-
ভালোবেসে
তোর লালচে ভিজে ঠোঁট-
তোতে মরণ আমার হোক |
তোর সফেন চোখের লবণ সাগর,
অশ্রুজলের স্রোত -
পান করেছি দুহাত ভরে
তোর ডাগর ডাগর চোখ !
তোর গালের আভা
মনোলোভা,
আমার ওষ্ঠে জমে ক্ষোভ -
তোতে মরণ আমার হোক |
আমার অমানিশির জলপরী তুই,
পাতলা চেরা ঠোঁট ৷
গভীর নাভি বশ করেছে
তোর শত্রুুদলের জোট |
মারণবাণে-
আঘাত হানে
আমার বিদ্ধ বুকে লোভ-
তোতে মরণ আমার হোক ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন