ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

 আনন্দ তুমি কোথায়
                      রমলা মুখার্জী

কিসের এত উগ্রতা, কিসের এত দ্বন্দ্ব?
মহাবিশ্বে ছড়িয়ে অসীম সুরেলা সুখ-ছন্দ ।
মন্দ-ভালোর বসুন্ধরায় খুশির খুসবু ছেঁকে......
সুখ- আতর অঙ্গেতে নিই না একটু মেখে ।
হৃদয় মাঝে অমৃত আর গরল পাশাপাশি...
গরলকে গুলি করে ভালোকে ভালোবাসি ।
কালো সাদার দোলাচলে মিথ্যে ঘুরে মরি....
অমানিশা সরিয়ে দূরে একমুঠো রোদ ধরি ।
আনন্দ গান গাইছে আকাশ শুনি কান পেতে....
হিংসা দ্বেষ করে শেষ উল্লাসে উঠি মেতে,
এসো, সবাই আনন্দে উঠি মেতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন