ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

নারীর ব্যাথা
           মিলি ঝা

জাগ রে দেব জাগ রে জন
চেয়ে দেখরে আসনের ভবিষ্যৎ
দুর দুরান্তের যার চুরি রিনি ঝিনি
মাতায়ে তোদের
তারই দেখা নাইরে দিকে দিকে
কপালের টিপ সাজায়ে
বধু তোদের
আসত পায়ে নুপুর বাজিয়ে
হেন দিনে কোথায় সেই সুর
কোথায় সেই পদধ্বনি
দীর্ঘদিনের লাঞ্ছনায় মরেছে সেই বধু
জ্বালা যন্ত্রনা সহে না আর
দৃষ্টপট করে গেল দীর্ঘদিন
কেমন পাষাণ তোরা একটু মায়া হল না আর
ছিন্ন ভিন্ন করলি বস্ত্র
নিলি লুট করে বধু সম্মান
তোরই খড়ের আভরণ ছিল সে
তোরই অন্ধকার কুটিরের প্রদীপ
নিভে গেল চির তরের জন্য
দিন দিন নষ্ট করেছিস নারী সম্মান
কেড়ে নিয়ে বস্ত্র, কি পেলি রে পাষাণ
পুরুষ নামের কলঙ্ক তোরা
সে বধু জন্ম দিত তোদের সন্তানের

তারই গ্রীবায় দিলি ছোড়া
দুর রাখ আন্তর্জাতিক নারী দিবস
পারলে ফিরায় দে সম্মান কর রক্ষা
কিন্তু পাষাণের তো চায় শুধু সজ্জা সুখ
মাটি করে দিলি সব দ্যাখ রে চেয়ে ভবিষ্যৎ
নেই আর সে নারী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন