ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

হয়তো মরতে পারি
             বৈশাখী চ্যাটার্জি

হয়ত মরতে পারি -হয়ত আগুনও হতে পারি ।
হয়ত শেষ বারের মতো শেষ শব্দটা লিখে জ্বালিয়ে দিতে পারি ।
একটা আধটা দাবানল আমার কলমের কালি থেকে যদি উঠে আসে আসুক ।
হয়ত আমার পৃথিবীর সাথে আরও দু চারটে পৃথিবী পুড়বে ,
শব্দরা যে নিঃশব্দ দেশলাই হতে পারে সেটা আজ বুঝেছি ,
আমার পৃথিবী কখনো হাসেনি ফাগুনের বাতাসে -
যে তুমিতে ব্যর্থ করেছি জীবনের প্রত্যেকটি সার্থকতার দাবী ,সেই তুমি কি অনায়াসে আমাকে দাঁড় করিয়েছ ভ্রষ্ট লগ্নের সামনে ।
তুমি ছাড়া পৃথিবীতে খোলা নিঃশ্বাস নিতে গিয়ে দেখেছি সেখানে শুধু নাইট্রোজেন গ্যাস ভরা আছে ।
আমার চোখের কালো কাজল যখন প্রেম নিয়ে এসেছে আমারই অপ্রত্যাশিত প্রত্যাশায় ,
তখন দেখেছি সেই প্রেম কি সহজে মৃত্যু উপকূলে নিয়ে আসে আমাকে ,
তারপর হয় শব্দের সংঘাত -সেটাই আগুন জ্বালায় -
হয়ত মরতে পারি তবে শেষ শব্দটা লিখে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন