ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

     [প্রানের জন্য]
                     সুদীপ্ত সেন(পাইকর,বীরভূম)

 ছুটছে কত গাড়ীর চাকা
           ভোগ বিলাসের উদ্যগে
 গিয়ার ফেলে দাঁপিয়ে বেড়ায়
                        লড়ির চাকা খুব বেগে

কখনও শেষে গাড়ীর চাকায় স্থান পেয়েছে অনেক রাত
কিংবা আবার ওভার টেকে মদের নেশায়
করেছে মাত

এমন কতই কহিনুর জেনো শহর জুড়ে প্রান
হারায়
তবুও চাকা আইন মেরে কহিনুর ভাঙে সর্বদায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন