ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

রুপম দেহি
         সন্দীপ_দাস ( প্রকাশক, জলফড়িং)

রুপম দেহি জয়ং দেহি সুখং দেহি মা
বন্দে তুঁ'সে সব নারী , ত্রাহি ত্রাহি মা ।।
অসুর ভরা তুঁ'হার মেদিনী আজি ,
পথে পথে ঘোরে অসুর দানব সমাজ ।।
নারী রক্ষা ভিখ মাঙ্গে , তুঁ'সেহি জগৎ প্রধান
কালী তুঁ'হি , তুঁ'হি দুর্গা , অসুরদলনী দেবী মা ।।
শক্তি তুঁ'হি , ভক্তি তুঁ'হি , তুঁ'হি শ্রদ্ধা অপার
মুক্তি দে , শক্তি দে , তুঁ'সে জগ করে পুকার ।।
একবার দেখ , হালত ভারত মাকে
উরা কাটতে চায় অঙ্গ অঙ্গ , বন্দুকের ডগায় ।।
অব কৌন আপনা বল , তুঁ'হার মতন
পুকারে সন্তান তুঁ'হার , জাগ যা মা এখন ।।
শক্তি দে , ভক্তি দে , ধর্ম হমার সঙ্গ রহে
রুপম দেহি জয়ং দেহি যশ দেহি দৃষো জয়হে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন