সময় কাটেনা
সঙ্গীতা পাল
প্রেমে আছে অস্থিরতা আর স্মৃতি
কিছু ভালো লাগা মুহূর্ত নিয়ে রোজনামচা
দিন আসে দিন ফুরোয় প্রেম আসে না
ভালোবাসা কথা বলে না বহু বছর
শিউলি ফুলের গন্ধ এলেই শরতের কথা হয়
হাসি কত রকম মানুষের মুখ মেজাজ বদলে দেয়
বৃক্ষের থেকে নীরবতার ভাষা শিখতেই বারবার জঙ্গলের দিকে ছুটে যাই
আর মেঘ ছুঁতে ছুটে যাই পাহাড়ের দিকে
এভাবেই চুলের সাদা অংশগুলো প্রতিদিন আয়নার সামনে ভালো করে পর্যবেক্ষণ করে সময় কাটাই
1/08/15
সঙ্গীতা পাল
প্রেমে আছে অস্থিরতা আর স্মৃতি
কিছু ভালো লাগা মুহূর্ত নিয়ে রোজনামচা
দিন আসে দিন ফুরোয় প্রেম আসে না
ভালোবাসা কথা বলে না বহু বছর
শিউলি ফুলের গন্ধ এলেই শরতের কথা হয়
হাসি কত রকম মানুষের মুখ মেজাজ বদলে দেয়
বৃক্ষের থেকে নীরবতার ভাষা শিখতেই বারবার জঙ্গলের দিকে ছুটে যাই
আর মেঘ ছুঁতে ছুটে যাই পাহাড়ের দিকে
এভাবেই চুলের সাদা অংশগুলো প্রতিদিন আয়নার সামনে ভালো করে পর্যবেক্ষণ করে সময় কাটাই
1/08/15
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন