প্রেমের জন্যে
কথার উপর কথা সাজিয়ে
মাথা ঠেকেছে ছাদে
এখনো শব্দ গোছানো হয়নি
প্রেমের রূপ ভেদে
ভালোবাসার শব্দ রচনা
স্নিগ্ধ নিলিমা রাতে
তখন আলো কেউ জ্বালেনি
প্রদীপ ছিলনা হাতে
শুধুই দেখা হয়েছিল
মানস চোখের পাড়ে
অনুভূতির আবেগ প্রবল
উষ্ন শরীর জুড়ে
চাঁদের আলো পড়েছিল
ক্লান্ত পাতার পরে
সেদিন হৃদয় কেঁপেছিল
মিলনকলি সুরে।।
সুদীপ্তার কলম থেকে
কথার উপর কথা সাজিয়ে
মাথা ঠেকেছে ছাদে
এখনো শব্দ গোছানো হয়নি
প্রেমের রূপ ভেদে
ভালোবাসার শব্দ রচনা
স্নিগ্ধ নিলিমা রাতে
তখন আলো কেউ জ্বালেনি
প্রদীপ ছিলনা হাতে
শুধুই দেখা হয়েছিল
মানস চোখের পাড়ে
অনুভূতির আবেগ প্রবল
উষ্ন শরীর জুড়ে
চাঁদের আলো পড়েছিল
ক্লান্ত পাতার পরে
সেদিন হৃদয় কেঁপেছিল
মিলনকলি সুরে।।
সুদীপ্তার কলম থেকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন