ইচ্ছেপত্র
সঞ্জয় সোম
ইচ্ছেপত্র হাতে নিয়ে একা সূর্যের আলোর কাছে
অনেকটা সময় পেরোলাম
আকাশ দেখলাম বাতাস দেখলাম
বৃষ্টি দেখলাম জোছনা দেখলাম প্রচুর
মানুষের জন্য মানুষের কাছে যাইনি
লিখলাম নিজের অপরাধ
আয়নায় তাকিয়ে দেখলাম নিজের জঘন্য মুখ
স্পষ্ট দেখছি চার্দিক থেকে অন্ধকার এসে
ঘিরে ধরছে আমাদের
বোবা একটা জীবন কত কি না দেখলো !
ইচ্ছেপত্রে লিখেছি আমাদের স্বকাল
ভালোবাসতে পারলে প্রকৃতপক্ষে
কোথাও কি যেতে হয় ?
সূর্যের আলোকে সাক্ষী রেখে লিখছি নিজের ইচ্ছেপত্র।
সঞ্জয় সোম
ইচ্ছেপত্র হাতে নিয়ে একা সূর্যের আলোর কাছে
অনেকটা সময় পেরোলাম
আকাশ দেখলাম বাতাস দেখলাম
বৃষ্টি দেখলাম জোছনা দেখলাম প্রচুর
মানুষের জন্য মানুষের কাছে যাইনি
লিখলাম নিজের অপরাধ
আয়নায় তাকিয়ে দেখলাম নিজের জঘন্য মুখ
স্পষ্ট দেখছি চার্দিক থেকে অন্ধকার এসে
ঘিরে ধরছে আমাদের
বোবা একটা জীবন কত কি না দেখলো !
ইচ্ছেপত্রে লিখেছি আমাদের স্বকাল
ভালোবাসতে পারলে প্রকৃতপক্ষে
কোথাও কি যেতে হয় ?
সূর্যের আলোকে সাক্ষী রেখে লিখছি নিজের ইচ্ছেপত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন